Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শরণখোলায় ছাত্রলীগ নেতার বাড়িতে সিঁদ কেটে ৪ লাখ টাকার মালামাল লুট

শরণখোলা উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২০, ৪:০৬ পিএম

বাগেরহাটের শরণখোলায় ছাত্রলীগ নেতা আসাদ হাওলাদারের বাড়িতে চুরি হয়েছে। চোরেরা সিঁদ কেটে ঘরে ঢুকে প্রায় প্রায় চার লাখ টাকার মালামাল লুটে নিয়েছে। শনিবার দিনগত রাতে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের এঘটনা ঘটে।

উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ হাওলাদার জানান, রাত আনুমানিক দেড়টার দিকে সিঁদ কেটে চোরেরা ঘরে ঢোকে। চোরেরা কৌশলে আলমারি ভেঙে এক লাখ ২০ হাজার টাকা, প্রায় আড়াই লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার এবং বাইরে থাকা প্রায় ৪০হাজার টাকা দামের তিনটি মোবাইল ফোনসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে। রাত দুইটার দিকে তার ছোট ভাই রুলে হাওলাদার পানি খেতে উঠে ঘরের সামনের দরজা খোলা দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন।
ঘটনাস্থল পরিদর্শণকারী শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, খবর পেয়ে সোমবার সকালে ছাত্রলীগ নেতা আসাদের বাড়িতে গিয়ে দেখা যায়, বসতঘরের পিছন থেকে সিঁট কাটা এবং ভেতরে মালামাল তছনছ করা। এসময় নগদ টাকা, সোনাদানাসহ অন্যান্য মালামাল নিয়ে যাওয়ার কথা জানায় বাড়ির লোকজন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, পুলিশ ঘটনাস্থর পরিদর্শন করেছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ