Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িয়ায় হয়রানির প্রতিবাদে জেলেদের মানববন্ধন

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২০, ৩:৫৫ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় বলেশ্বর নদে মাছ ধরার সীমানা ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে এলাকার সন্ত্রাসীদের হয়রানির প্রতিবাদে সামাজিক দুরত্ব মেনে মনববন্ধন করেছে জেলেরা। রোববার দুপুরে বলেশ^র নদের তীরে তুলাতলা (জানখালী) ঘাট এলাকায় মৎস্য আড়ৎদার জাকির হোসেন হাওলাদারসহ স্থানীয় জেলেদের হয়রানির প্রতিবাদে অর্ধ-শতাধিক জেলে সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ফেস্টুন বুকে ঝুলিয়ে এ মনববন্ধন কর্মসূচি পালন করে। এসময়ে বক্তব্য রাখেন, স্থানীয় আড়ৎদার শফিজ উদ্দিন হাওলাদার, মোঃ স্বপন তালুকদার, জেলে জাকির হোসেন হাওলাদার, শফিক হাওলাদার, সাইলু হালাদার প্রমূখ।
জেলেরা তাদের বক্তব্যে বলেন, জানখালী গ্রামের মৃত আঃ লতীফ হাওলাদারের ছেলে শাহজাহান ও তার জামাতা তুষখালী গ্রামের আইয়ূব আলীর ছেলে শফিক বলেশ^র নদে মাছ ধরার সীমানা ভাগাভাগির জের ধরে আড়ৎদার জাকির হাওলাদারসহ জানখালীর তুলাতলা ঘাটের বহু জেলেদের অন্যায়ভাবে মিথ্যা অভিযোগ করে হয়রানি করে আসছে। এ হয়রানি থেকে বাঁচতে তারা প্রশাসনের কর্মকর্তাদের হস্তক্ষেপ কমানা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ