Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালপুরে ধান কাটা আধুনিক মেশিন পেল কৃষকরা

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২০, ৩:৩৯ পিএম

নাটোরের লালপুর উপজেলায় ধান কাটার শ্রমিক সংকট মোকাবেলায় উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে অর্ধেক ভর্ভুকির মাধ্যমে কৃষকদের কাছে ধানকাটার আধুনিক মেশিন (কম্বাইন হারভেস্টার) দেওয়া হলো। এই মেশিনের মাধ্যমে কৃষকরা খুবই সহজেই জমির ধানকাটা, ধান মাড়াই ও ধান বস্তাবন্দি করতে পারবেন।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরেন সরকার কর্তৃক কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা প্রদান কার্যক্রমের আওতায় লালপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে এই মেশিন বিতরণ করা হয়।
মেশিন বিতরণ অনুষ্ঠানে লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার কমিদচিলান এলাকার হাসেম আলী নামের কৃষকের হাতে আধুনিক এই মেশিনে দলিল হস্তান্তর করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, লালপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শেখ মামুর রশিদপ্রমুখ।
লালপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম জানান, ‘এই উপজেলায় ৯৩০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। শ্রমিক সংকট মোকাবেলায় উপজেলার কৃষকদের সুবিধার্থে ২১ লাখ টাকা মূল্যের একটি কম্বাইন হারভেস্টার মেশিনে সরকার ১০ লাখ ৫০ হাজার টাকা ভর্তূকি দিচ্ছে ও কৃষককে দিতে হচ্ছে বাকি ১০ লাখ ৫০ হাজার টাকা দিয়ে কৃষকদের মেশিন দেওয়া হলো। এ বছর উপজেলায় একটি মেশিন আনা হয়েছে বলে তিনি জানান।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ