Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়ালো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২০, ৩:৩৬ পিএম

দেশে ৫ হাজার ছাড়ালো কারোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৪১৮ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫,৪১৬। এছাড়া করোনাভাইরাসে আরও ৫ জন প্রাণ হারিয়েছেন। এনিয়ে মোট ১৪৫ জন প্রাণ হারালেন।

আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩,৪৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া সুস্থ হয়েছেন ৯ জন। এ পর্যন্ত মোট ১২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গতকাল শনিবার পর্যন্ত বাংলাদেশে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ৩০৯ জন। মোট শনাক্ত হয়েছিলেন ৪,৯৯৮ জন। এ ছাড়া গতকাল পর্যন্ত আরও ৯ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১৪০।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ