Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাজ্যে যাবে সিলেট সহ দেশে অবস্থানরত নাগরিকদের নিয়ে আরো ৫টি ফ্লাইট

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২০, ২:৩৯ পিএম

সিলেট সহ বাংলাদেশে অবস্থানরত বৃটিশ নাগররিকদেও ফিরিয়ে নিতে আরো ৫টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা গ্রহন করছে যুক্তরাজ্য। প্রথম দফায় চারটি ফ্লাইটে সাড়ে আটশ বৃটিশ নাগরিগ দেশে ফেরার ব্যবস্থা পর এ উদ্যোগ নেয় দেশটির হাইকমিশন। রবিবার (২৬ এপ্রিল) সকালে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন হাইকমিশনের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান তিনি। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট এবং ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশনের ফেসবুক পেজ থেকে জানা গেছে, প্রথম দফায় চারটি ফ্লাইটের পর এবার আরও পাঁচটি ফ্লাইট যুক্তরাজ্যের নাগরিকদের ঢাকা থেকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। ওই পাঁচটি ফ্লাইট এপ্রিলের ২৯ এবং মে মাসের ১, ৩, ৫ ও ৭ তারিখ ঢাকা ছেড়ে যাবে। এর মধ্যে ৩মের ফ্লাইটটি বৃটিশ নাগরিকদের সরাসরি ঢাকা থেকে লন্ডনে রওয়ানা হবে। বাকী চারটি ফ্লাইট সিলেটে অবস্থানরত বৃটিশদের ঢাকা হয়ে লন্ডনের উদ্যোশ্যে যাত্রা করবে। পর্যটক, স্বল্পতম সময়ের জন্য বাংলাদেশে বেড়াতে আসা বৃটিশ নাগরিক এবং তাদের ওপর নির্ভরশীল লোকজনকে এসব ফ্লাইটে দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আরো জানানো হয়, দেশে ফিরতে যে সব লোকজন এরই মধ্যে কর্পোরেট ট্রাভেল ম্যানেজমেন্টে (সিটিএম) নিবন্ধিত হয়েছেন, তাদের নতুন করে নিবন্ধনের প্রয়োজন নেই। এতে নাগরিকের দেশে ফেরাকে জটিল করে তুলবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ