Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকার দিনরাত কাজ করছে তাই বিএনপির গাত্রদাহ হচ্ছে : ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২০, ১:১৫ পিএম | আপডেট : ১:৪০ পিএম, ২৬ এপ্রিল, ২০২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংকটের মধ্যেও সম্ভাবনা দেখতে পান, সততা ও সাহসই হচ্ছে তার শক্তির উৎস।
তিনি আজ সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন।

করোনা নিয়েও পুরনো নালিশের রাজনীতি শুরু করছেন বিএনপি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, করোনা নিয়ে সরকার নাকি তথ্য গোপন করছে, কি গোপন করছে তা পরিস্কার ভাবে বলা উচিৎ ছিলো মির্জা ফখরুলের।
করোনা সংকট একটি বৈশ্বিক দুর্যোগ, এখানে তথ্য লুকোচুরির কোন বিষয় নেই।বর্তমান বিশ্বে তথ্য লুকোচুরির কথা হাস্যকর বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের
তিনি বলেন, এই সংকট মোকাবিলায় সরকার দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, এটাই বিএনপির গাত্র দাহের কারন।

বিএনপিকে এই দুর্যোগে ইতিবাচক রাজনীতি করার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন,গুজব নির্ভর ও নেতিবাচক রাজনীতি পরিহার করুন।

তিনি বলেন, করোনা যুদ্ধে যারা সাহসীকতার সাথে জীবন বাজি রেখে মাঠে কাজ করছে তাদেরও ধন্যবাদ জানান।

সেতুমন্ত্রী বলেন, রমজান মাসে এক শ্রেনির মুনাফাখোর, মজুমদার বাজার স্থিতিশীল করতে চায়, সরকার এদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্হা নিবে বলেও হুশিয়ার করেন।



 

Show all comments
  • ওবাইদুল ইসলাম ২৬ এপ্রিল, ২০২০, ৫:৪৩ পিএম says : 0
    এরা আসলে কোন জগতের মানুষ ? বিশ্বের কোন খবরই রাখে না !!!!!
    Total Reply(0) Reply
  • Shahporan ২৬ এপ্রিল, ২০২০, ৫:৪৩ পিএম says : 0
    কত মানুষ করোনাভাইরাস আক্রান্ত হয় তরে দরেনা কেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ