Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরো চার জনের মৃত্যু

করোনা উপসর্গ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২০, ১২:০৩ এএম

করোনা উপসর্গ জ্বর, কাশি, শ্বাসকষ্ট ইত্যাদি রোগে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে। গতকাল নারী ও শিশুসহ আরো নতুন চার জনের মৃত্যুর খবর পাওয়া যায়।
খুলনা ব্যুরো জানায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করেনা উপসর্গ নিয়ে ১৬ মাস বয়সী এক শিশু মারা গেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় শিশুটি মারা যায়। শিশুটির করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। শিশুটির গ্রামের বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলায়।
খুমেক সূত্রে জানা যায়, শিশুটি পাতলা পায়খানা নিয়ে শিশু ওয়ার্ডে ভর্তি হয়। পরে শ্বাসকষ্ট বাড়লে করেনা আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়। খুমেকের আবাসিক ফিজিসিয়ান ও করেনা আইসোলেশন ওয়ার্ডের মুখপাত্র ডা: শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, শিশুটি গত শুক্রবার করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। তাকে করোনা আইসোশেন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল, গতকাল শনিবার সকালে তার মৃত্যু হয়। শিশুটির করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরিবারের অন্য সদস্যদের কোয়ারেন্টইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
ভোলা জেলা সংবাদদাতা জানান, ভোলায় করোনা উপসর্গ নিয়ে ভোলা আইসোলিউশনে থাকা এক বৃদ্ধের মৃত্যু হয়। ঢাকায় পাঠানো হয়েছে তার নমুনা। করোনা উপসর্গ নিয়ে ভোলা সদর হাসপাতালে আইসোলিউশনে থাকা চিকিৎসা ধীন অবস্থায় মো. ইউনুস হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ গতকাল সকালে তার মৃত্যু হয়। তার বাড়ি ভোলা দৌলতখানের পশ্চিম জয়নগর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডে। ভোলা সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন।
মৌলভীবাজার জেলা সংবাদদাতা জানান, মৌলভীবাজারে করোনা উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ২৫০ শয্যা হাসপাতালের আইসোলেশনে থাকা জোছনা পাল (৬১) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তাকে শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের রামনগর মনিপুরিপারা থেকে গত শুক্রবার রাত ১০টায় হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকাল ৭.৪০ মিনিটে আইসোলেশন কক্ষে তার মৃত্যু হয়। সিভিল সার্জন ডা. তাওহীদ আহমদ জানান, প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে তার অন্তুষ্টিক্রিয়া সম্পন্ন্ করা হবে। করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। অধিক সতর্কতার জন্য উপজেলা প্রশাসন নিহতের বাড়ি লকডাউন করেছে।
কমলনগর (ল²ীপুর) উপজেলা সংবাদদাতা জানান, লক্ষীপুরের কমলনগরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালীয়া এলাকার নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম রাজীব জানান, ৪৫ বছর বয়সী ওই নারী দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যাসহ শ্বাসকষ্টে ভুগছিলেন। গত শুক্রবার শ্বাসকষ্টের সঙ্গে জ্বর দেখা দিলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে আইসোলেশন ইউনিটে চিকিৎসা দেয়া হয়। এ সময় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে লক্ষীপুর সদর হাসপাতালে রেফার করলে স্বজনরা সেখানে না নিয়ে বাড়িতে নিয়ে যান। পরে গতকাল শনিবার সকালে করোনা উপসর্গ শ্বাসকষ্ট বেড়ে গিয়ে তার মৃত্যু হয়।
তিনি বলেন, মৃত নারীর শরীরে করোনার উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট থাকায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠানো হয়েছে।
কমলনগর থানার ওসি মুহাম্মদ নুরুল আবছার জানান, এ ঘটনায় মৃত নারীর বাড়ির দু’টি পরিবারের ১০ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ