Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় প্রান্তিক চাষীর ধান কেটে দিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শফিক

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২০, ৭:৫৫ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক নিজে মাঠে ধান কাটলেন বগুড়ায়।
শনিবার দুপুরে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার প্রত্যন্ত পল্লী পন্ডিত পুকুর এলাকায় কৃষক লীগের নেতা কর্মিদের নিয়ে ধান কাটতে শুরু করে প্রায় ১০ বিঘা জমির ধান কেটে দিলেন তিনি।
কৃষক লীগের এই আয়োজনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্না, জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তা এবং জেলা ও উপজেলার কৃষি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
ওই এলাকার প্রান্তিক চাষী আহাদ আলীর ১০ বিঘা জমির পাকা ধান কেটে দেওয়ায় তিনি সহ এলাকাবাসি অভিভুত হয়ে পড়েন। বহু নারী পুরুষ ধান কাটার এই দৃশ্য দেখতে সেখানে ভীড় জমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ