Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাণীশংকৈল হাসপাতালের মূল‍্যবান কাঠের গাছ বিক্রি করার অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ‍্য প:প:কর্মকর্তার বিরুদ্ধে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২০, ৬:৫৭ পিএম

সাম্প্রতি কালবৈশাখী ঝড়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল হাসপাতালে মূল‍্যবান কয়েকটি ইউক্যালিপটাস গাছ ভেঙ্গে পড়লে উপজেলা স্বাস্থ‍্য প:প কর্মকর্তা ডা: সামাদ চৌধুরী টেন্ডার ছাড়া স্থানীয় লোক জনের কাছে অনিয়ম ভাবে বিক্রি করেছে। এমন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঘটনা ঘটেছে ২৬ এপ্রিল সকালে।

সরেজমিনে গিয়ে জানা যায়, হাসপাতালের ভিতরে ফাঁকা অংশে তৎকালিন হাসপাতাল কর্তৃপক্ষ ইউক‍্যালিপটাস সহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেছিল। সেখানে অনেক লম্বা এবং বেশ ভোটা আকারের কয়েকটি গাছের আগা ভেঙ্গে যায়। এমন এমতঅবস্থায় ডাক্তার সামাদ স্থানীয় কাঠ ব‍্যবসায়ীদের কাছে মূল‍্যবান গাছগুলি বিক্রি করেছে।
ডাক্তার সামাদ চৌধুরী জানান, গাছগুলি ঝড়ে ভেঙ্গে যায় এবং হাসপাতাল বিল্ডিং এর উপর পড়লে বিল্ডিং এ ফাটল ধরে। এমতঅবস্থায় তিনি শনিবার অফিস চলাকালিন সময় স্থানীয় লোকের কাছে ১৮ হাজার টাকায় গাছগুলি বিক্রি করে দেয়। তিনি বলেন, এর পর বাকী গাছগুলো অকশনে দেওয়া হবে। শ্রমিক মোবারক জানান, তাদের গাছ কাটার অনুমতি দিয়েছে কাদের নামক এক ব‍্যক্তি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ