Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

মুন্সীগঞ্জে ৩০০ পরিবারকে সেনা বাহিনীর খাদ্য সহায়তা প্রদান

মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২০, ৬:০৯ পিএম

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় শনিবার সেনা বাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেড এর ত্রান তহবিল থেকে রেডিও ফিকোয়োন্সি কার্ডের মাধ্যমে তৈরী কমৃহীন ও দরিদ্র ৩০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। মাওয়া বাজারের দক্ষিন মেদেনীমন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পরিবার গুলোর হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পদ্মা সেতুর ৯৯ বিগ্রেড কম্পোজিট কমান্ডার ব্রিগিডিয়ার জেনারেল খন্দকার তৌহিদ মুরাদ পিএসসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনা বাহিনীর খাদ্য সহায়তা কর্মসূচির সমন্বয়কারী লেফটেন্যান্ট কর্ণেল মোস্তাফিজুর রহমান। জানা যায় পর্যায়ক্রমে জেলায় তিন হাজার পরিবারকে আগামী দুই মাস এ খাদ্য সহায়তা প্রদান করা হবে। এর আগে খাদ্য উপহার গ্রহনকারী ৩ হাজার পরিবারের তথ্য তৈরি করেন, তা স্কেন পাঞ্চ কার্ডে রূপান্তর করে। তালিকাভ’ক্তরা খাদ্য উপহার নেয়ার সময় স্কেন মেশিন বা কম্পিউটারে প্রেস করলেই চলে আসে গ্রহনকারীর তথ্য। পরে কার্ডদারীরা তাদের নিজের পছন্দমত খাবার সামগ্রী সংগ্রহ করতে পারেন। যেটা সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে তৈরি করা হয়েছে। সেনাবাহিনীর এমন উদ্যোগে স্ব:স্থি প্রকাশ করেছেন উপহার গ্রহনকারীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ