Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে অসহায় কৃষকদের পাশে মহানগর যুবলীগ

বিশেষ সংবাদদাতা, ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২০, ৫:৫৯ পিএম

ময়মনসিংহে চলতি মৌসুমের আগাম ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। বাম্পার ফলন হলেও করোনা ভাইরাস আতঙ্কে ধান কাটা শ্রমিক সংকট প্রকট। ফলে অনেক অসহায় কৃষক তাদের জমির পাকা ধান ঘরে তুলতে পারছেন না। এমন সব অসহায় কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে ময়মনসিংহ মহানগর যুবলীগের নেতাকর্মীরা। 

শুক্রবার দিনভর নগরীর রহমতপুর এলাকায় ময়মনসিংহ মহানগর যুবলীগের আহবায়কের নেতৃত্বে দেড়শ নেতাকর্মী ওই এলকার তিন বর্গা কৃষকের ১৫৭ শতক জমির ধান কেটে দেওয়া হয়। পরে কৃষকদের বাড়ির আঙ্গিনাতেও রেখে ধান রেখে আসেন তারা।
এতে উচ্ছ্বসিত কৃষক রাজ্জাক মিয়া বলেন, শ্রমিক না পেয়ে ধান কাটা যাচ্ছিল না। ক্ষেতেই নষ্ট হয়ে যাচ্ছিল স্বপ্নের ফসল। যুবলীগ নেতাকর্মীরা যেভাবে ধান কাটায় সহযোগিতা করছেন তা কখনো ভোলার নয়।
ময়মনসিংহ মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ শাহীনুর রহমান বলেন, কেন্দ্রীয় যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে এবং মসিক মেয়র ইকরামুল হক টিটুর পরামর্শে আমরা কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছি। সকল ক্ষুদ্র চাষির ধান ঘরে না ওঠা পর্যন্ত এ উদ্যোগ অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ