Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িয়ায় করোনায় আক্রান্ত একমাত্র রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২০, ৫:৪৯ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রথম ও একমাত্র করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত রোগী শনিবার সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। তার বাড়ি উপজেলার ধানিসাফা ইউনিয়নের পাতাকাটা গ্রামে। 

জানাযায়, হানিফ নারায়নগঞ্জ থেকে বাড়ি এসে গত গত ১০ এপ্রিল শুক্রবার সাবর্দি-জ¦রসহ মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে ভর্তি হয়। করোনা উপসর্গ হওয়ায় ওই দিনই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। ১১ এপ্রিল শনিবার হানিফের নমুনার ফলাফল পজেটিভ আসলে তাকে উপজেলা আইসোলেশনে রেখে চিকিৎসা দেয় হয়।
পরবর্তীতে গত ১৬ এপ্রিল বৃহষ্পতিবার ও ২৩ এপ্রিল বৃহষ্পতিবার তার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র দিলে সে বাড়ি চলে যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলি হাসান করোনা রোগীকে চিকিৎসা দিয়ে সুস্থ্য করতে পারায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। সুস্থ্য হওয়া ব্যাি কে বাড়িতে সতর্কতা মূলক ১৪ দিনের কোয়ারান্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ