Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনুশকার নতুন সিরিজে চমক (ভিডিও)

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২০, ৫:৩৪ পিএম

বেশ আগেই প্রযোজনার খাতায় নাম লিখিয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। এবার ‘পাতাল লোক’ শিরোনামের ওয়েব সিরিজ প্রযোজনা করলেন তিনি। সম্প্রতি ওয়েজ সিরিজটির মোশন টিজার প্রকাশ পেয়েছে।

টিজারটি দেখে মনে হয়, ডিসটোপিয়ান ফিকশন ধাঁচের হতে চলেছে এই সিরিজ। ‘এনএইচ১০’ এবং ‘উড়তা পঞ্জাব’-এর চিত্রনাট্যকার সুদীপ শর্মা লিখেছেন এই সিরিজের চিত্রনাট্য। স্বর্গ-মর্ত্য-পাতালের ধারণার সঙ্গে সম্ভবত মিশিয়ে দেওয়া হবে গণতন্ত্রের চারটি স্তম্ভের রেফারেন্স। সেই ইঙ্গিতই রয়েছে টিজারে।

সিরিজটি যে একটি থ্রিলার তা আগেই প্রকাশিত সংবাদমাধ্যমে। কিন্তু সম্ভবত পৌরাণিক স্বর্গ-মর্ত্যের ধারণা ও বেশ কিছু পৌরাণিক চরিত্রের পুনর্নির্মাণ ঘটবে। টাইটেল-টিজারের মোশন গ্রাফিক্স দেখে অন্তত সেরকম একটা ধারণা হয়।

আগামী ১৫ মে শুরু হচ্ছে এই সিরিজের স্ট্রিমিং অ্যামাজন প্রাইম-এ। তবে এই সিরিজটি ছাড়াও নেটফ্লিক্স-এর আরও দুটি সিরিজের প্রযোজনা করেছেন আনুশকা– ‘বুলবুল’ এবং ‘মায়ি’।

বলিউড নায়িকা বেশ অনেকদিন হল অভিনয় ছেড়ে প্রযোজনাতেই মনোনিবেশ করেছেন। নায়িকা হিসেবে তাকে শেষ দেখা গিয়েছিল শাহরুখের বিপরীতে, ‘জিরো’ ছবিতে।

ভিডিওটি দেখুন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ