বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে সর্বক্ষণিক আগাম সতর্কতা কার্যক্রম হিসেবে বরিশাল নগরীর বেশকিছু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারান্টাইন কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হচ্ছে। জনসাধারনকে সুরক্ষা সেবা প্রদানের লক্ষ্যে সম্ভাব্য রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে এ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানা গেছে।
বরিশাল জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় নগরীর পিটিআই ক্যাম্পাসে শের এ বাংলা এবং আহসান হাবীব পুরুষ হোস্টেল দুটিকে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারান্টাইন হিসাবে প্রস্তুত করা হচ্ছে। ২৬ কক্ষ বিশিষ্ট হোস্টেল দুটিতে একসাথে ৫২ জন ব্যক্তির প্রাতিষ্ঠানিক হোম কোয়ারান্টাইন নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা সেবা প্রদান করা যাবে।
একইভাবে পর্যায়ক্রমে বরিশাল জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইন কেন্দ্র হিসেবে প্রস্তুত করার কাজ চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। এতদিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন কেন্দ্র না থাকায় সকলকে নিজেদের বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে বলা হত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।