Inqilab Logo

মঙ্গলবার, ০৪ জুন ২০২৪, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

যবিপ্রবির ল্যাবে আরও ১২ জনের করোনাভাইরাস শনাক্ত

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২০, ১:১২ পিএম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিন জেলা থেকে এই ১২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে যশোর জেলায় সবচেয়ে বেশি ৯ জন ও ঝিনাইদহ জেলায় প্রথম দুইজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।

শনিবার সকালে যবিপ্রবির পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়। ৫ জেলার ৯৫ জনের নমুনা পরীক্ষা শেষে এসব করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে যবিপ্রবির ল্যাবে ৩৭ জন করোনা রোগী শনাক্ত হলো।
যবিপ্রবি জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে শুক্রবার ৭ম দিনের নমুনা পরীক্ষায় ১২ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি যশোর জেলায় ৯ জন রোগী শনাক্ত হয়েছে। ৪১ জনের নমুনা পরীক্ষা করে তাদের শনাক্ত করা হয়।
এছাড়াও ঝিনাইদহ জেলার ২০ জনের নমুনা পরীক্ষা করে দুইজন করোনা রোগী পাওয়া গেছে। এই প্রথম ঝিনাইদহ জেলায় করোনা রোগী শনাক্ত হলো। আর নড়াইলের ২২ জনের নমুনা পরীক্ষা করে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া মাগুরার ১১ জন ও চুয়াডাঙ্গার একজনের নমুনা পরীক্ষা করা হলেও তাদের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ