পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার : দেশে প্রথমবারের মতো আইটি খাতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হচ্ছে। রাজধানীর বাড্ডায় প্রায় আড়াই একর জায়গায় এ অর্থনৈতিক অঞ্চল করার উদ্যোগ নিয়েছে ইউনাইটেড গ্রæপ। সোমবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স (প্রাক-যোগ্যতা সনদ) প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী। বেজার নির্বাহী সদস্য ড. এমদাদুল হক, মোহাম্মাদ আব্দুস সামাদ, হরিপ্রসাদ পালসহ ইউনাইটেড গ্রæপের পরিচালক ও ইউনাইটেড সিটি আইটি পার্কের ব্যবস্থাপনা পরিচালক মালিক তালহা ইসমাইল বারী এ সময় উপস্থিত ছিলেন। দেশের দ্রæত অর্থনৈতিক উন্নয়নে শিল্পায়ন, কর্মসংস্থান, উৎপাদান ও রফতানি বৃদ্ধিতে বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহ প্রদানে এ উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে বেসরকারি খাতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেয়া হচ্ছে। ইতোমধ্যে বেসরকারি খাতে ৭টি প্রতিষ্ঠানকে ইকোনমিক জোনের প্রি-কোয়ালিফিকেশন সনদ দেয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো, এ কে খান ইকোনমিক জোন, আবদুল মোনেম ইকোনমিক জোন, মেঘনা ও মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন, বে-ইকোনমিক জোন, আমান ইকোনমিক জোন ও আরিশা ইকোনমিক জোন। কয়েকটি শিল্প খাতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেয়া হলেও সম্ভাবনাময় আইটি (তথ্যপ্রযুক্তি) খাতে কোনো বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেয়া হয়নি। ইউনাইটেড গ্রæপের আবেদনের প্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাই শেষে এ সনদপত্র দেয়া হয়।
বেসরকারি উদ্যোগে আইটি খাতে প্রথম ও ৮ম বিশেষ অর্থনৈতিক অঞ্চল হবে এটি। ইউনাইটেড সিটি আইটি পার্কটি ঢাকা জেলার বাড্ডা ও ভাটারা থানাধীন সাতারকুল মৌজায় অবস্থিত। আইটি পার্কটি গুলশান হতে মাত্র ০২ কিলোমিটারের মধ্যে। আইটি পার্কটি সফলভাবে বাস্তবায়ন হলে আগামী ০৫ বছরে প্রায় ১০ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ হবে এবং তথ্যপ্রযুক্তি খাতে বৈদেশিক বিনিয়োগে নিশ্চিত হবে। সাতারকুল মৌজায় ২ দশমিক ৪৩ একর জায়গায় এ জোন করা হবে। কোম্পানির পক্ষ থেকে ইতোমধ্যে জমি কেনা হয়েছে। এ জোনে ২০ তলার বেশি উচ্চতা সম্পন্ন আধুনিক তিনটি সুউচ্চ দালান করা হবে। যাতে সফটওয়্যার ডেভেলপমেন্টসহ তথ্যপ্রযুক্তি খাতের সবকিছু স্থান পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।