বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করেনা উপসর্গ নিয়ে ১৬ মাস বয়সী এক শিশু মারা গেছে। শনিবার সকাল সাড়ে ১০টায় শিশুটি মারা যায়। শিশুটির করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। শিশুটির গ্রামের বাড়ি বাগেরহাটের কচুয়ায়।
খুমেক সূত্রে জানা যায়, শিশুটি পাতলা পায়খানা নিয়ে শিশু ওয়ার্ডে ভর্তি হয়। পরে শ্বাসকষ্ট বাড়লে করেনা আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়।
খুমেকের আবাসিক ফিজিসিয়ান ও করেনা আইসোলেশন ওয়ার্ডের মুখপাত্র ডা: শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, শিশুটি শুক্রবার করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। তাকে করোনা আইসোশেন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল, শনিবার সকালে তার মৃত্যু হয়। শিশুটির করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরিবারের অন্য সদস্যদের কোয়ারেন্টইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।