পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট ডেস্ক : রপ্তানি বেড়েছে ভারতের। ১৮ মাস পণ্য রপ্তানি কমার পর গত জুন মাসে প্রথমবারের মতো রপ্তানি বেড়েছে দেশটির। দীর্ঘ প্রচেষ্টা ও প্রণোদনার পর এমনটি হলো। রপ্তানিতে প্রণোদনা দেওয়ার পাশাপাশি সম্প্রতি বিদেশি বিনিয়োগ টানতে ব্যাপক নীতিগত সংস্কারেরও ঘোষণা দেয় ভারত। দেশটির প্রতিরক্ষা খাত ও বেসরকারি বিমান পরিবহন খাত খুলে দেয়া হয়েছে বিদেশি বিনিয়োগকারীদের জন্য। সেই সঙ্গে খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোরও ভারতে প্রবেশের যে শর্ত ছিল তাও তুলে নেয়া হয়েছে। ভারতের বেসরকারি বিমান পরিবহন খাতে আগে বিদেশি কোনো প্রতিষ্ঠানের সর্বোচ্চ ৪৯ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করার সুযোগ ছিল। বাকি বিনিয়োগ আসত স্থানীয় প্রতিষ্ঠানের অংশীদারত্বের মাধ্যমে। এখন যেকোনো বিদেশি কম্পানি বিমান খাতে শতভাগ বিনিয়োগ করতে পারবে। এর পাশাপাশি প্রতিরক্ষা বিভাগে আগে ৭৪ শতাংশ পর্যন্ত বিদেশি বিনিয়োগের সুযোগ ছিল, তাও এখন শতভাগ খুলে দেয়া হয়েছে। বিদেশি বিনিয়োগ নীতি শিথিল করা হয়েছে ফার্মাসিউটিক্যালস এবং খাদ্য উৎপাদন খাতেও। হিন্দুস্থান টাইমস, রয়টার্স। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় প্রকাশিত তথ্য অনুযায়ী গত জুন মাসে এক বছর আগের একই সময়ের তুলনায় রপ্তানি ১.২৭ শতাংশ বেড়ে হয়েছে ২২.৫৭ বিলিয়ন ডলার। এর বিপরীতে আমদানি ৭.৩৩ শতাংশ কমে হয়েছে ৩০.৬৯ বিলিয়ন ডলার। এসময় দেশটির বাণিজ্য ঘাটতি হয়েছে ৪.১২ বিলিয়ন ডলার।
গত মে মাসে ০.৭৯ শতাংশ রপ্তানি কমেছে। যা ২০১৪ সালের ডিসেম্বরের পর থেকে সর্বনিম্ন। এর ফলে টানা ১৮ মাস রপ্তানি কমে দেশটির। এরপরই দেশটির নীতিনির্ধারকরা রপ্তানি বাড়াতে প্রণোদনা দেয়ার ঘোষণা দেন। হিসাব অনুযায়ী মার্চে শেষ হওয়া ২০১৫-১৬ অর্থবছরে ভারতের পণ্য রপ্তানি ১৫.৮ শতাংশ কমে হয় ২৬১ বিলিয়ন ডলার। যেখানে আগের বছর দেশটির পণ্য রপ্তানি ছিল ৩১০ বিলিয়ন ডলার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।