Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরো বাড়তে পারে স্বর্ণের দাম

প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : আরো বাড়তে পারে স্বর্ণের দাম। নানা সংকটে বিশ্ব অর্থনীতিতে কিছুটা নেতিবাচক অবস্থা হলেও স্বর্ণের বাজার ভালোর দিকেই যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে এর দাম অব্যাহতই বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, চলতি বছর শেষে স্বর্ণের দর গিয়ে দাঁড়াতে পারে আউন্সপ্রতি (এক আউন্স ২.৪৩ ভরি) ১৫শ ডলারে। আর ২০২০ সালের মধ্যে তা পৌঁছে যেতে পারে ৩ হাজার থেকে ৫ হাজার ডলারের মধ্যে। শুক্রবার সপ্তাহের শেষ কার্যদিবসে বিশ্ববাজারে এক আউন্স স্বর্ণ বিক্রি হয় ১ হাজার ৩৩৭ ডলার। বিশেষজ্ঞদের পূর্বাভাস সত্যি হলে আগামী ৪ বছরের মধ্যে স্বর্ণের দাম বাড়বে প্রায় ৪ গুণ। এই দাম বাড়বে বাংলাদেশেও। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে সাধারণত স্বর্ণের দাম ঠিক করে বাংলাদেশ জুয়েলারি সমিতি। সমিতির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বাজারে বর্তমানে এক ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ৪৮ হাজার ৩৪৭ টাকা। আর ২১ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ৪৬ হাজার ১৮৯ টাকা। পূর্বাভাস অনুযায়ী স্বর্ণের দাম বাড়লে আগামী ৪ বছরে দেশের বাজারেও এক ভরি স্বর্ণ কিনতে গুনতে হতে পারে দেড় থেকে ২ লাখ টাকা। গালফনিউজের খবরে স্বর্ণের দর বাড়ার এ পূর্বাভাস জানানো হয়েছে। এতে বলা হয়, ২০০৮ সালে বৈশ্বিক মন্দা ও সম্প্রতি ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে ছেড়ে যাওয়া প্রশ্নে গণভোটের পর গত মাসেই পণ্যটির দর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। বছরজুড়ে বিশ্বে নানা ধরনের অস্থিরতার সঙ্গে সঙ্গে স্বর্ণবাজারের এই অব্যাহত চাঙ্গাভাব লক্ষ্য করা গেছে। আগামী কয়েক বছরে এ ধারা অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দেয়া হচ্ছে। গোল্ড সার্ভিস এজির প্রধান নির্বাহী রলফ নিবলি জানান, স্বর্ণ বাজারে এখন সুখবরের সময় চলছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকার ইঙ্গিত রয়েছে। এ বছর শেষে পণ্যটির দর আউন্সপ্রতি ১৫০০ ডলারে পৌঁছে যাওয়ার সম্ভবনাই বেশি। এরমধ্যে বাজারে অস্থিরতার কথাও ফেলে দেয়ার নয়। তবে দাম যাই থাকুক না কেন- বিশ্ববাজারে পণ্যটি আউন্সপ্রতি ৩ হাজার থেকে ৫ হাজার ডলারের মধ্যে থাকবে। অর্থাৎ বর্তমানে যেমন বাজার ঊর্ধ্বমুখী, তেমনই থাকবে। যুক্তি হিসেবে তিনি বলেন, দীর্ঘমেয়াদি নিম্ন সুদ হারের দিকে বিশ্ব যেভাবে ঝুঁকছে তার অর্থ- তারল্য বৃদ্ধির সম্ভাবনা আর কমবে না। ফলে স্বর্ণ কেনার প্রবণতা বাড়বে। সংকট মুহূর্তে অনেক মানুষই স্বর্ণ কেনার দিকে ঝুঁকছে। মি. নিবলির মতো প্রায় একই পূর্বাভাস দিয়েছে মেরিল লায়ন্স ব্যাংক। এর আগে ব্যাংকটি এক প্রতিবেদনে জানায়, এ বছরে স্বর্ণের দর আউন্সপ্রতি ১৫০০ ডলারে পৌঁছবে। এতে আরও বলা হয়, সংকট থেকে সংকটের পথে হাঁটছে বিশ্ব। আমরা শুধু ঝুঁকিই দেখছি- যা স্বর্ণবাজারের এই ঊর্ধ্বগতি ঠেকাতে পারবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরো বাড়তে পারে স্বর্ণের দাম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ