পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনা উপসর্গে প্রতিদিন মরছে মানুষ। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ইত্যাদি উপসর্গে নিয়ে প্রতিদিন মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। গতকাল যুক্ত হলো আরো নতুন চার নাম। যশোরে ৩ মাসের অন্তঃসত্ত্বা এক নারী ও ১ বৃদ্ধ মারা যান।
যশোর ব্যুরো জানায়, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে যশোর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ২৪ বছর বয়সী ৩ মাসের অন্তঃসত্ত্বা এক মহিলা ও ৬০ বছরের এক বৃদ্ধ মারা যান। গতকাল শুক্রবার সকালে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
যশোর হাসপাতালের সুপার ডা. দীলিপ কুমার রায় জানান, হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া দুইজনের সংস্পর্শে থাকা ৫ জনকে হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। তাদেরও নমুনা সংগ্রহ করা হয়েছে। হাসপাতালের আরএমও ডা. আরিফ আহমেদ জানান, ঝিকরগাছা উপজেলার বর্নি গ্রামের শাকিলা খাতুন (২৪) নামে গর্ভবতী মহিলা মারা গেছেন। তিনি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত বৃহস্পতিবার রাত ৯টা ৪০মিনিটে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হয়। রাত ১২টা ৩০মিনিটে তিনি মারা যান। অপরদিকে ৬০ বছর বয়সী বৃদ্ধ চৌগাছা উপজেলার জামিরা গ্রামের বাসিন্দা। তিনিও করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাত ১টা৩০মিনিটে হাসপাতালে ভর্তি হন। ভোর ৪ টায় তার মৃত্যু হয়।
সিলেট ব্যুরো জানায়, করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এক ব্যাক্তি মারা গেছেন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যে গত বৃহস্পতিবার রাত ৮ টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ওই ব্যক্তি বৃহস্পতিবার বিকেল চারটায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি হন হাসপাতালে। হাসপাতালের আরএমও ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, করোনাভাইরাস পরীক্ষার জন্য মৃত ব্যাক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া বড়লেখা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নিহতের লাশ গ্রামের বাড়িতে দাফনের জন্য পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। শামসুদ্দিন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৮ জন করোনা রোগীসহ ২২ জন। সবার অবস্থা এখন স্থিতিশীল।
চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার জানান, চাঁদপুর সদর উপজেলার বালিয়া গ্রামে ৫৫ বছরের এক ব্যক্তি ঢাকায় মারা গেছেন। তিনি ঢাকাতেই চিকিৎসাধীন ছিলেন করোনা সন্দেহে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তার লাশ গ্রামের বাড়ি বালিয়ায় আসে। করোনা সন্দেহভাজন হিসেবেই রাত প্রায় ১২টায় সময় তাকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়। মারা যাওয়া ব্যক্তির নাম খোরশেদ আলম। বাড়ি পূর্ব সাপদী, ৫নং ওয়ার্ড।
তিতাস (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, কুমিল্লার তিতাস উপজেলায় সর্দি, জ¦র ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার সন্ধায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত বৃদ্ধ উপজেলার তাড়িয়াকান্দি গ্রামের মো. সোনামতি (৬০)। মৃত্যুর খবর পেয়ে তিতাস উপজেলা স্বাস্থ্য কর্মীরা ঘটনা স্থলে গিয়ে মৃত ব্যাক্তির জানাযা ও দাফন সম্পূর্ণ করেন। এসময় তার পরিবারের কোন সদস্য বা গ্রামের আশেপাশের কেউ কোন প্রকার সহযোগিা করেনি। মৃত ব্যাক্তির নমুনা সংগ্রহ করে নিয়ে আসে স্বাস্থ্য কর্মীরা পরে জানাযা ও দাফন সম্পন্ন করেন তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।