Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে দুর্ভিক্ষের অবস্থা বিরাজ করছে : রিজভী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২০, ১২:০৪ এএম

দেশে এখন দুর্ভিক্ষের অবস্থা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আজকে করোনাভাইরাসের কারণে সারাদেশে মানুষ খাবারের জন্য হাহাকার করছে। কর্মহীন, অসহায়, দরিদ্র মানুষ খাবার খুঁজছে। তারা খাবারের জন্য ছুটাছুটি করছেন। দেশ ও মানুষের এই দুঃসময়ে বিএনপি নেতাকর্মীরা নিজের পকেটের টাকায় ত্রাণ দিচ্ছে আর সরকারি দলের মেম্বার চেয়ারম্যানরা সরকারের ত্রাণের চাল, ডাল, তেল চুরি করছে। গতকাল শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে দুঃস্থ ও গরিব মানুষের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ ও রান্না করা খাবার বিতরণ করার সময় তিনি এসব কথা বলেন। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলামের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশে করোনাভাইরাস প্রতিরোধে সরকার আগাম প্রস্তুতি না নেয়ার কারণে করোনা সংক্রমিত রোগী ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, আজকে গোটা বিশ্বে করোনাভাইরাস বিপর্যয় নামিয়ে দিয়েছে। মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। কিন্তু বাংলাদেশে করোনা মোকাবিলায় যে ধরনের আগাম প্রস্তুতি নেয়া দরকার ছিলো সেটা বর্তমান সরকার করেনি। অন্যদিকে ভিয়েতনাম, ভূটানসহ অনেক দেশ আছে যারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছিল সেসব দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কম।
খাবারের অভাবে ভয়ংকর পরিস্থিতি তৈরি হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, নিম্নআয়ের মানুষ যারা দিন আনে দিন খায় তারা খাবার সংগ্রহ করতে পারছে না। তারা ক্ষুধার জ্বালায় হাহাকার করছে। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পতিত হয়েছে। এই পরিস্থিতির মধ্যে সাধারণ জনগণ সরকারি ত্রাণ পাচ্ছে না। বরং ত্রাণের চাল তেল ডাল পাওয়া যাচ্ছে আওয়ামী লীগের মেম্বার চেয়ারম্যানের বাড়িতে। হাজার হাজার বস্তা চাল পাওয়া যাচ্ছে তাদের বাসায়। মহামারীর মধ্যে শুরু হয়েছে চাল ডাল চোরদের উৎসব। এটাই কি গরিব মানুষকে সহায়তা করা। এটাই কি দুর্যোগ মোকাবিলা করা?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ