Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমেরিকা থেকে দুই বোনের কাছে সুচন্দার চিঠি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২০, ১২:০৫ এএম

ছেলে অপু রায়হানকে নিয়ে গত ফেব্রয়ারিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বেড়াতে গিয়েছিলেন বরেণ্য চলচ্চিত্র অভিনেত্রী সুচন্দা। তার ফিরে আসার কথা ছিল এপ্রিলের প্রথম সপ্তাহে। করোনা পরিস্থিতির অবনতির কারণে শেষ পর্যন্ত তিনি দেশে ফিরতে পারেননি। মেজ ভাইয়ের হাইড পার্কের বাসায় আটকে পড়েন তিনি। দেশে কবে ফিরতে পারবেন, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এমন অবস্থায় ছোট দুই বোন ববিতা ও চম্পার কাছে একটি আবেগঘন চিঠি লিখেছেন সুচন্দা। হাতে লেখা সেই চিঠির ছবি তুলে ভাইবারে পাঠিয়ে দিয়েছেন দুই বোনের কাছে। বড় বোনের কাছ থেকে হাতে লেখা চিঠি পেয়ে আবেগ আপ্লুত ববিতা ও চম্পা। চিঠিতে সুচন্দা লিখেছেন, গোটা পৃথিবীটাই যেন করোনাভাইরাসের কারণে থমকে গেছে। যদি কখনো কোনো দিন হঠাৎ করে দু-এক টুকরো সাদা মেঘ ভেসে আসে, তখন মনে হয়, ওরা যেন বাংলাদেশের বার্তা নিয়ে এসেছে। মেঘ যেন বলছে, আমরা ভালো নেই, চিকিৎসা নেই, ঘরে খাবার নেই, আমরা বড্ড অসহায়, তখন অঝোরে কাঁদি। ২২শে এপ্রিল হাইড পার্কের বাড়িতে বসে দুই বোনের কাছে এই চিঠি লেখেন সুচন্দা। তাতে আরো লেখেন, ভাবছ, বুজির (সুচন্দাকে বুজি বলে ডাকেন ববিতা ও চম্পা) সঙ্গে ফোনে কথা হয়, এরপর আবার চিঠি কেন? আসলে অনেক দিন কাউকে চিঠি লেখা হয় না। হাতের কাছে কাগজ–কলম পেলাম। মনে হলো দু-কলম লিখি, বলা যায় না, এই লেখাটুকুই হয়তো স্মৃতি হয়ে থাকবে। চিঠিতে সুচন্দা আরও লেখেন, প্রতিদিন ঘুম থেকে উঠে দরজার পর্দা সরিয়ে সোফায় বসে সামনের গাছগুলোর দিকে আর আকাশের দিকে তাকিয়ে থাকি, মনে হয় প্রকৃতি যেন তার ভারসাম্য হারিয়ে ফেলেছে। স্তব্ধ মেঘ যেন মুখ কালো করে থমকে আছে। মেঘের চঞ্চলতা নেই। রাস্তায় গাড়ি চলার শব্দ নেই। বাচ্চাদের খেলাধুলা, হইচই নেই। গোটা পৃথিবীটাই যেন করোনাভাইরাসের কারণে থমকে গেছে। এদিকে এমন দিনে বড় বোনের কাছ থেকে হাতে লেখা চিঠি পেয়ে ভীষণ আপ্লুত ছোট বোন ববিতা ও চম্পা। চম্পা বলেন, সকালবেলা ভাইবারে চিঠিটি যখন পেলাম, পড়ে অন্য রকম ভালো লাগা কাজ করল। আমাদের কথা জানতে চাওয়ার পাশাপাশি বুজি (সুচন্দা) দেশের মানুষকে নিয়েও ভীষণ চিন্তিত। কবে সবকিছু স্বাভাবিক হবে, সেই অপেক্ষায় আছি।



 

Show all comments
  • Mohammed Yunus ২৫ এপ্রিল, ২০২০, ৩:৩১ পিএম says : 0
    Very good feelings. Now handwriting letter is very few.almost zero. Best wishes to 3 sisters They are our proud of bengali film industry.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ