Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উলভেরিন চরিত্রে ফিরতে আগ্রহী নন হিউ জ্যাকম্যান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২০, ১২:০৫ এএম

অস্ট্রেলীয় বংশোদ্ভূত হলিউড তারকা হিউ জ্যাকম্যান জানিয়েছেন তিনি ভবিষ্যতের কোনও ‘এক্স-মেন’ চলচ্চিত্রে উলভেরিন চরিত্রে ফিরতে আর আগ্রহী নন। হলিউডে তার প্রথম ফিল্ম ‘এক্স-মেন’-এ (২০০০) লোগান/উলভেরিন চরিত্রে অভিনয় করে জ্যাকম্যান রাতারাতি আন্তর্জাতিক স্টার হয়ে যান। তিনি জানিয়েছেন একেবারে সঠিক সময়ে তিনি ফ্র্যাঞ্চাইজ ত্যাগ করেছেন। তিনি আরও জানান, তার আশা নতুন কোনও অভিনেতা অ্যাডামেন্টিয়ামের নখরবিশিষ্ট মিউট্যান্ট সুপারহিরোর ভূমিকায় অভিনয় করবে। “আমি সঠিক সময়েও এই দল ছেড়েছি- শুধু আমার জন্যই নয় চরিত্রটির জন্যও সময়টা ছিল সঠিক। অন্য কেউ এখন এই চরিত্রটিতে কাজ করবে। এটি খুব ভাল একটি চরিত্র, তবে আমার জন্য আর নয়,” জ্যাকম্যান বলেন। জ্যাকম্যান ২০০০ থেকে ২০১৮ পর্যন্ত এই ভূমিকায় অভিনয় করে গিনেস রেকর্ড করেন। ‘লাইভ-অ্যাকশন সুপারহিরো হিসেবে ক্যারিয়ারের দীর্ঘতম সময়’ হল এই রেকর্ড। তাকে এই ভূমিকায় দেখা গেছে ২০১৭’র ‘দ্য উলভেরিন’-এর সিকুয়েল ‘লোগান’ ফিল্মে। ৫১ বছর বয়সী অভিনেতা বলে প্রত্যাবর্তন শুনতে ভাল শোনালেও তিনি ফিরতে চান না। “ব্যাপারটি এমন, আমি বাড়ি ফিরছি এমন সময় বন্ধু ফোন করে জানাল, ‘ড্যুড, নতুন এক ডিজে এসেছে, তার গান অতুলনীয়, তুমি কি ফিরবে?” “তখন বললাম, ‘শুনে ভাল লাগল তবে ৃ না, অন্যের জন্য সে ভাল হবে হয়তো,” তিনি বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ