Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে ১ হাজার পরিবারে খাবার দিলেন ইঞ্জিনিয়ার মাহতাব

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২০, ৪:১৫ পিএম

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সামাজিক দূরত্ব বজায় রেখে বৃহত্তর রাজশাহী বিভাগীয় সমিতির সভাপতি আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিনের উদ্যোগে ও রানিহাটি সাধারণ পাঠাগারের সহযোগিতায় এলাকার অসহায় ও দরিদ্র কর্মহীন এক হাজার পাঁচটি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ৪ কেজি করে চাল, ২ কেচি আলু, আধা কেজি ডাল, ১ কেজি লবণ, আধা কেজি তেল ও একটি সাবান প্রদান করা হয়। শুক্রবার দুপুরে উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের রানিহাটি ঈদগাহ ময়দানে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ ওরাঁও। এ সময় অবসরপ্রাপ্ত যুগ্নসচিব মজিবুর রহমান, রানিহাটি সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক অধ্যাপক একরামুল হক ও আহসান হাবিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খাদ্য সামগ্রী বিতরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ