বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে মহামারী করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় দুস্থদের মাঝে ২ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিষ্ণুপুর ইউনিয়ন আঞ্চলিক ত্রাণ কমিটির উদ্যোগে শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রী ডা: দীপু মনির নির্দেশে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বলে জানান, আঞ্চলিক ত্রাণ কমিটির আহ্বায়ক আব্দুল আজিজ খান বাদল।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, রসুন ইত্যাদি।
আব্দুল আজিজ খান বাদল জানান, মুজিব আদর্শের সৈনিক হিসাবে আমরা সব সময় দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের সংসদ সদস্য দীপু মনি এমপি নির্দেশ দিয়েছেন মহামারী করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য। তারই অংশ হিসেবে আঞ্চলিক ত্রাণ কমিটির উদ্যোগে এবং অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে । স্থানীয় খেরুদিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শুক্রবার সকাল ৯টা থেকে দফায় দফায় খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে জনসমাগম এবং সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে ।
খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম সার্বিকভাবে তত্ত্বাবধান করেন আঞ্চলিক ত্রাণ ও পূর্ণবাসন ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মমিনুল হক খান, ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন খান শামিম, সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন খান মন্টু, নূর হোসেন, হুমায়ুন কবির কাজল, তাজুল ইসলাম হাওলাদার, মহসিন খান, আলমাস জমাদার, আরিফ সরকার, আলম বেপারী, মোহাম্মদ শামসুদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ওয়াসিম জমাদার, মমিন খান ও হাবিবুর রহমান দুলাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।