Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নলছিটিতে বেকারদের জমানো টাকায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান

নলছিটি (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২০, ১:৫৭ পিএম

মানবতার কাজে এগিয়ে আসা অধিকাংশ বেকার যুবকদের জমানো টাকায় কর্মহীন ঝালকাঠির নলছিটি উপজেলা শহরের বিভিন্ন স্থানের ৬০ টি পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী পৌঁছানো হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাউল, ২ কেজি আলু,১ কেজি পিয়াজ, ৫০০ গ্রাম ডাল, ১লিটার তৈল ও ১ টি সাবান।

আজ ২৪ এপ্রিল শুক্রবার এসব খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছানো শেষ করে। এ মানবতার কাজে অন্যন্যাদের মধ্যে আর্থিক ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে ভূমিকা রাখেন মিল্লাত খান, সোহেল রানা, রনি তালুকদার,রাজু হোসেন ও সুজন প্রমূখ।

সদস্য মিল্লাত খান ও সোহেল রানা জানায়, অনেক ইচ্ছা থাকা সত্তে¡ও, সাধ্যমত নিজেরা ও কয়েকজন সিনিয়রদের সহযোগীতা নিয়ে এ মানবতার কাজে শরীক হলাম। তবে আমাদের একাজ চলমান থাকবে। কেউ যদি এ কাজে শরিক হতে চান তাকে সাধুবাদ জানাব



 

Show all comments
  • সৈয়দ রাকিব ২৪ এপ্রিল, ২০২০, ৬:৩১ পিএম says : 0
    খুব সুন্দর এবং প্রশংসানীয় কাজ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খাদ্য সামগ্রী বিতরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ