বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নড়াইল জেলা সংবাদদাতা : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়ায় দুপক্ষের সংঘর্ষে সাতজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বুড়িখালী গ্রামের ইউসুফ মোল্লা এবং ধলা মিয়ার মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।
এ ঘটনার জের ধরে মঙ্গলবার ইউসুফের সমর্থকরা ধলা মিয়ার ভাইকে পিটিয়ে আহত করে। পাল্টা জবাব দেয় ধলা মিয়ার সমর্থকরাও। তারা ইউসুফের সমর্থকদের ওপর হামলা চালিয়ে।
এ সময় কমপক্ষে সাতজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়। আহতদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুকল্যাণ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।