Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

যশোরে ডা. শফিক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

যশোর ব্যুরো : যশোরের আলোচিত ডা. শফিক হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে যশোরের স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, যশোর শহরের ঘোপ নওয়াপাড়া এলাকার রজব আলীর ছেলে আশিকুর রহমান বাবলু (৪০) ও একই এলাকার মিরাতুল হকের ছেলে সাইফুল ইসলাম জাকির (৩৬)। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে খালাস দেয়া হয়েছে।
আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ২৯ জুলাই শহরের জেস ক্লিনিকে ক্লিনিক মালিক ডা. শফিকুল ইসলামকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরদিন ৩০ জুলাই ডা. শফিকের পিতা আব্দুস সালাম ধাবক বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ