Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপাসিয়ায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন কলেজ শাখা ছাত্রলীগ

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২০, ৯:৪০ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছেন কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল উপজেলার কান্দানিয়া গ্রামের শেখ মান্নান হুসেনের ( ৬০) তিন বিঘা জমির পাকা ধান ক্ষেতে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করেন তারা। কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুন বলেন, ‘করোনাভাইরাসের কারণে কৃষকরা অসহায় হয়ে পড়েছেন। ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। সেজন্য আমাদের এমপি সিমিন হুসেন রিমি আপার নির্দেশে ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মী ধান কাটা, আঁটি বাঁধা, বাড়ির আঙিনায় পৌঁছে দিচ্ছেন। করোনার কারণে কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য স্থানীয় সাংসদ সিমিন হুসেন রিমির নির্দেশনায় কাজ করে যাচ্ছেন। কোন গ্রামের কৃষক সহায়তা চাইলে আমরা তার পাশে দাঁড়াবো।’
কৃষক শেখ মান্নান বলেন, ‘শ্রমিক সঙ্কটের কারণে পাকা ধান কাটতে পারছিলাম না। জমিতে নষ্ট হচ্ছিল পাকা ধান। ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে ধান কাটতে সাহায্য করেছেন তা কখনও ভোলার নয়। তিনি এ কাজে দারুণ খুশি হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ