Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামের আনোয়ারায় ১০ লাখ পিস ইয়াবা উদ্ধার

প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের সাগর উপকূলীয় আনোয়ারা উপজেলার গহিরায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১০ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। আটক করা হয়েছে দুই মাদক ব্যবসায়ীকে। সোমবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। কোস্টগার্ড পূর্বজোন সূত্রে জানা গেছে, গহিরা এলাকায় প্রথমে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে কোস্টগার্ডের একটি অভিযান দল। পরে তাদের দেখানো মতে একই এলাকায় অভিযান চালিয়ে আরও সাড়ে ৯ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার দাম প্রায় ৫ কোটি টাকা। সম্প্রতি ওই এলাকা থেকে পরিত্যক্ত ২ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জানা যায় সাগর পথে সরাসরি মিয়ানমার থেকে আসা ইয়াবার চালান আনোয়ারা হয়ে দেশে ঢুকছে। মাদক পাচারকারীরা আনোয়ারাকে নতুন রুট হিসাবে ব্যবহার করছে। এর আগে গভীর সাগরে একাধিক বড় অভিযানে ইয়াবার বেশ কয়েকটি বড় চালান আটক করে নৌবাহিনী, কোস্টগার্ড ও র‌্যাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ