প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নন্দিত সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন। চলচ্চিত্র কিংবা অডিও ইন্ডাস্ট্রি সব খানেই রয়েছে তার বিচরণ। সঙ্গীত পরিচালক হিসেবে সর্বদাই আলোচনার শীর্ষে থাকেন তিনি। করোনার এই মহামারির ভেতর তিনি নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। তবে এবার সঙ্গীত পরিচালক হিসেবে নয়, গান গেয়ে আলোচনায় এসেছেন তিনি।
দীর্ঘ সময় বিরতি নিয়ে সম্প্রতি একটি গানে কন্ঠ দিয়েছেন ইমন। সেটিও আবার অন্য আরেকজনের সুর ও সঙ্গীতায়োজনে! ‘কফির পেয়ালা’ শিরোমানের এই গানটির কথা লিখেছেন আশিক মাহমুদ। এটির সুর ও সংগীতায়োজনে ছিলেন আকাশ মাহমুদ।
নতুন এই গানরটি প্রসঙ্গে ইমন বলেছেন, আমি গান গাইতে নয়, গাওয়াতে বেশি অভ্যস্ত। বেশ কিছুদিন আগে আমার স্নেহের আকাশ ওর সুরে গান গাইতে বলেছিলো। হোম কোয়ারেন্টিনে অবসরেই ছিলাম। গানের কথা ও সুর ভালো লেগেছে তাই গানটি গাইতে রাজি হই। অন্যের সুরে প্রথমবার সিঙ্গেল গান করলাম। তবে আমি নিজেকে সংগীত পরিচালক হিসেবে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।
‘কফির পেয়ালা’ শিরোনামের গানটি ইতোমধ্য অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে মুক্তি পেয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।