Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ঈশ্বরদীর ৪ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২০, ৮:৫৭ পিএম

ঈশ্বরদীর অন লাইন পোর্টালের ৪ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে আটঘরিয়া থানায়।
আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম বাদী হয়ে গত ২১ এপ্রিল এই মামলাটি দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে মেগা নিউজ ২৪ ডটকমের প্রধান সম্পাদক প্রকৌশলী আবদুল আলীম, সম্পাদক রেজাউল করিম ফেরদৌস, নব যুগান্তর প্রতিনিধি ইয়াছিন শেখ ও আজকের বাংলাদেশের স্টাফ রিপোর্টার সদরুল আইনকে।
অভিযোগে বাদী দাবী করেছেন যে, উল্লেখিত আসামিগন অসৎ উদ্দেশ্য হাঁছিল করার জন্য যোগ সাজসে মিথ্যা বানোয়াট তথ্য উপস্থাপন করে মান হানি ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন করেছে। বিধায় আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ ধারায় মামলা করা হয়েছে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির ও আটঘরিয়া থানার অফিসারইনচার্জ আসিফ ইকবাল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ