Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরিষাবাড়ীতে পরিবার পরিকল্পনা অফিসারকে মারধর করলেন পৌর মেয়র থানায় জিডি

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২০, ৮:৩৮ পিএম

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকনের বিরুদ্ধে মুজিবনগর সরকারের নিয়োগপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা অফিসারকে মারধর ও তার বাসভবনে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহষ্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় সরিষাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী প্রথমশ্রেণির কর্মকর্তা গোলাম রব্বানী।
অস্ত্রের মহড়া, নারী কেলেঙ্কারী, গুম নাটক, সাংবাদিক ও কাউন্সিলরদের হত্যার হুমকি এবং অর্থ আত্মসাতসহ নানা নাটকীয় ঘটনার জন্ম দিয়ে সবসময় সমালোচনার শীর্ষে থাকতে পছন্দ করেন মেয়র রুকুনুজ্জামান। তার বিরুদ্ধে রয়েছে থানায় ডজনখানেক জিডি।
অভিযোগ সূত্র জানায়, সরিষাবাড়ী উপজেলায় কর্মরত পরিবার পরিকল্পনা অফিসার গোলাম রব্বানী পৌরসভার আরামনগর বাজারস্থ কাঠপট্টির নিজবাসায় বসবাস করে আসছেন। মেয়র রুকুনুজ্জামান রোকন বুধবার (২২ এপ্রিল) সকালে দলবল নিয়ে ওই বাসায় অতর্কিত হামলা করেন। গোলাম রব্বানীর ছোটভাই গোলাম মোস্তফাকে মেয়র ঘরের বাইরে নিয়ে মারধর শুরু করলে বাসার লোকজন ছুটে যান। এসময় গোলাম রব্বানী সালাম দিয়ে কথা বলতে চাইলে মেয়র তাকেও মারতে শুরু করেন। একপর্যায়ে পৌরসভা ভবন পর্যন্ত টেনেহেচড়ে নিয়ে মেয়র বলেন, ‘আমার ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, তোকে এরেস্ট করলাম।’
গোলাম রব্বানী সাংবাদিকদের জানান, পূর্ব কোনো ঘটনা ছাড়াই এমন আচরণে আমি হতভম্ব হয়ে পড়ি। মেয়রকে আমি মুজিবনগর সরকারের নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তার পরিচয় দিয়ে অফিসের জরুরি কাজের কথা বললে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, ‘তোর অফিস থু।’ এসময় আমি মোবাইল বের করে ঘটনাটি জানাতে আমার বাল্যবন্ধু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশাকে কল করতে চাইলে মেয়র হাত থেতে মোবাইল ছিনিয়ে নেন এবং আওয়ামী লীগের সভাপতির নাম উচ্চারণ করে গালাগাল করতে থাকেন।
স্থানীয়দের অভিযোগ, মেয়রের হামলায় ওই বাসার গেট ক্ষতিগ্রস্থ হয়। মারধরে আরো পাঁচজন সদস্য আহত হন। ঘটনার পরই মেয়র ভাড়াটিয়া লোকদের দিয়ে ফেসবুক লাইভে এসে গোলাম রব্বানীর বিরুদ্ধে মনগড়া অভিযোগ তুলে বক্তব্য দেন বলেও তারা জানান। জীবনের নিরাপত্তহীনতায় বৃহষ্পতিবার সন্ধ্যায় গোলাম রব্বানী সাধারণ ডায়েরি করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ বলেন, মেয়র ও পরিবার পরিকল্পনা অফিসারের মধ্যে ঘটনাটি শুনেছি। দু’জনই সম্মানী লোক, তাই এটা দুঃখজনক।
থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান জানান, পরিবার পরিকল্পনা অফিসার পৌর মেয়রের বিরুদ্ধে জিডি করেছেন। যথাযথ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা গেছে, নির্বাচিত হওয়ার চার বছরে মেয়র রোকন নানা কারণে বিতর্কের শীর্ষে। এলাকায় তিনি ‘রাজাকারের নাতি’ হিসেবে চিহ্নিত থাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ এবং দুর্নীতির দায়ে দুদক ও স্থানীয় সরকার বিভাগে একাধিক অভিযোগের তদন্ত চলমান আছে।
এ ব্যাপারে সমস্ত অভিযোগ অস্বীকার করে পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন মুঠোফোনে বলেন, ‘আমার বিরুদ্ধে গোলাম রব্বানী একটা জিডি করেছে, কিন্তু আমি তার বিরুদ্ধে তিনটি মামলা করেছি। সে আমার সাথে বেশি বাড়াবাড়ি করেছে, আওয়ামী লীগের বড় বড় নেতার রেফারেন্স দিয়েছে। আমি মেয়র, আমারও ম্যাজিস্ট্রেসি পাওয়ার রয়েছে।’ পৌরসভার বিধিবিধান মেনে আগামী সাতদিনের মধ্যে তার বাড়ি ভেঙে দেয়া হবে বলেও তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ