বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ত্রাণ চুরি, দুর্নীতি, লুটপাটের প্রতিবাদে ও কৃষকের নিকট থেকে সরাসরি ২০ লক্ষ মেট্রিক টন ধান ক্রয়ের দাবিতে এবং করোনাভাইরাস মোকাবিলায় সরকারের নানাবিধ ব্যর্থতার প্রতিবাদে সামাজিক দুরত্ব বজায় রেখে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১২ টায় কেন্দ্রীয় শহিদমিনারের সামনে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন। মানববন্ধনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন বলেন, এই সংকটের সময় ত্রান নিয়ে লুটপাট হচ্ছে। আমরা এই লুটপাটের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই। অবিলম্বে সাধারণ জনগণের ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, যুব ইউনিয়ন সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক শাহজালাল সুমন, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি সরোজ কান্তি, সাধারণ সম্পাদক নাবিল এইচ, কোষাধ্যক্ষ তন্ময় পাল ছাত্রনেতা প্রদ্যুত লিটন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।