পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য বিএনপিকে ১০ হাজার পিস মাস্ক উপহার হিসেবে দিয়েছে চায়না কমিউনিস্ট পার্টি। গতকাল বুধবার সকালে ঢাকাস্থ চায়না দূতাবাসে গিয়ে এসব অনুদানের মাস্ক গ্রহণ করে বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, চায়না কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে অনুদান হিসেবে বিএনপির জন্য ১০ হাজার পিস মাস্ক পাঠানো হয়েছে। তা জানানো হয়েছে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির অন্যতম সদস্য শামা ওবায়েদকে। এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চায়না দূতাবাসে তিন সদস্যের একটি প্রতিনিধি দল পাঠান সুরক্ষা সামগ্রী গ্রহণ করবার জন্য। প্রতিনিধি দলে ছিলেন- বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু। প্রতিনিধি দলের হাতে উপহারের মাস্ক তুলে দেন চায়না দূতাবাসের কর্মকর্তা ফেং ঝিয়া ও ঝেং।
বিএনপির কৃতজ্ঞতা: এদিকে চায়না কমিউনিস্ট পাটি (সিপিসি) করোনা প্রতিরোধে বিএনপির তৎপরতার প্রতি সংহতি প্রকাশ করে ঢাকার চীনা দূতাবাস বিপুল পরিমাণ মাস্ক এর একটি অনুদান-চালান বিএনপি প্রতিনিধি দলের হাতে হস্তান্তর করেছে। বাংলাদেশের জনগণ ও জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি চায়না কমিউনিষ্ট পার্টির এই সংহতি ও সহমর্মিতার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীনের প্রেসিডেন্ট মিঃ শি জিন পিং ও সিপিসির প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, চায়না দূতাবাস থেকে সিপিসির এই বার্তা বিএনপিকে জানানো হলে অনুদানের (মাস্কের) চালান গ্রহণ করার জন্য চায়না দূতাবাসে দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির তিন সদস্যের একটি প্রতিনিধি দলকে পাঠানো হয়। চায়না দূতাবাসের পক্ষ থেকে যথাক্রমে মিঃ ফেং ঝিয়া ও মিঃ ঝেং ওই অনুদান সামগ্রী তাদের কাছে হস্তান্তর করেন। চীনা রাষ্ট্রদূতসহ ঢাকাস্থ দূতাবাসের কর্মকর্তাদেরও এ উপলক্ষে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।###
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।