Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশ পরিচয়ে চাঁদা দাবি, আটক ৩

স্টাফ রিপোর্টার, সাভার : | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

করোনা ইস্যুকে কেন্দ্র করে আশুলিয়ায় পুলিশ পরিচয়ে দোকানিদের কাছে দোকান খোলা রাখার বিনিময়ে চাঁদাবাজির সময় হাতেনাতে ৩ ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। এসময় তাদের সহযোগী আরও দুই জন পালিয়ে যায়।
গত মঙ্গলবার রাত ৮টার দিকে আশুলিয়ার কুটুরিয়া এলাকার সড়কের পাশে থাকা বিভিন্ন দোকানে চাঁদাবাজিকালে তাদের আটক করে পুলিশে সোপার্দ করে এলাকাবাসী। এসময় তাদের ব্যবহৃত একটি লেগুনা গাড়িও জব্দ করা হয়েছে।
আটকরা হচ্ছে- পিরোজপুর জেলার স্বরুপকাঠি থানা এলাকার এনামুল হকের ছেলে বাবু হোসেন (৩৪)। বর্তমানে সে সাভারের গেন্ডা মহল্লায় বসবাস করছে। অপরজন রংপুর জেলার পীরগঞ্জ থানার তালকুদুদিয়া গ্রামের মৃত আবদুল আলীমের ছেলে রবিউল ইসলাম (২০) ও কুষ্টিয়া সদর থানার হরিপুর গ্রামের কাওসার আলীর ছেলে আরিফ হোসেন (৩৫)। তারা দুইজনই বর্তমানে জামগড়ায় বসবাস করে আসছিলো।
স্থানীয় দোকানি সাগর সাংবাদিকদের জানায়, তারা পুলিশ পরিচয় দিয়ে দোকান খোলা রাখার জন্য টাকা দাবি করে। তখন তাদের হাবভাব দেখে সুবিধার মনে না হওয়াতে তাদের আইডি কার্ড দেখতে চাই। আইডি কার্ড কাছে নেই বললে, আরও সন্দেহ হয়। পরে কৌশলে আমার ভাইকে ফোন করি। তখন উপস্থিত এলাকাবাসী তাদের আটকে ফেলে এবং পুলিশে খবর দেয়। এসময় এলাকাবাসী তিনজনকে আটক করতে পারলেও দু’জন পালিয়ে যায়। আশুলিয়া থানার এসআই ফজর আলী জানান, আমরা প্রথমে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ