Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতলবে কর্মহীন ৬শ’ পরিবারকে মিয়া মোহাম্মদ কাইউমের খাদ্য সহায়তা

মতলব উত্তর(চাঁদপুর)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২০, ৯:০০ পিএম

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, 

বাংলাদেশের সাবেক জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার মিয়া মোহাম্মদ কাইউম বাবুল এর অর্থায়নে কোভিড-১৯ করোনা ভাইরাসে কর্মহীন বেকার, দু:স্থ অসহায় ৬শতাধিক পরিবারকে ইফতার সামগ্রী ও খাদ্য সহায়তা প্রদান করা হয়।

মিয়া মোহাম্মদ কাইউম বাবুল এর পক্ষে বুধবার মোহনপুর নিজ বাড়ীতে ইফতার সামগ্রী ও খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মো. শরীফ।

এ সময় উপস্থিত ছিলেন, মোহনপুর ইউপির প্যানেল চেয়ারম্যান নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা এমএ হাশেম, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এবাদুল হক মৃধা, সমাজসেবক ডা. মানিক মিয়া, মো. সেলিম মাষ্টার, মানিক কাজী, কাশেম সরকার, উপজেলা যুবলীগ নেতা রিপন’সহ অন্যান্যরা।
কাজী মো. শরীফ বলেন, এই বিশ্ব করোনার মহা দুর্যোগে মিয়া মোহাম্মদ কাইউম বাবুল বসে থাকতে পারেন নাই। অসহায় মানুষকে ভালোবেসে করোনার এই দুর্যোগে যারা হাত পাততে পারেন না এই রকম নিছক অসহায় মানুষদের মধ্য থেকে তিনি তাঁর সাধ্য ও সাধ্যের মধ্যে ৬০০ পরিবারের পাশে এসে দাড়িয়েছেন।
তার বরাদ্ধকৃত সাহায্যের মধ্যে ছিল- ১০ কেজি চাল, ১লিটার তৈল, ৫ কেজি আলু, ২ কেজি ছোলা বুট, ২ কেজি ডাল, ১ কেজি চিনি ইত্যাদি
এ ছাড়া ঢাকা মিরপুরে নিজ বাসা এলাকায়ও করেছেন অসহায়দের সাহায্য।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খাদ্য সামগ্রী বিতরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ