পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
লকডাউনের মধ্যে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির প্রতিবন্ধী ই-লার্নিং সেন্টারের ১৪টি কম্পিউটার চুরি হয়েছে। মঙ্গলবার রাতে বিষয়টি জানতে পারে প্রশাসন। সরকারের এক্সেস টু ইনফরমেশ প্রকল্পের অধীন এ সেন্টার তৈরি করে গতবছর ১৪টি কম্পিউটার বসানো হয়। এর ৪টি কম্পিউটারের সিপিইউ, ১৪টি মনিটর চুরি হয়ে গেছে।
লাইব্রেরিয়ান এ কে এম মাহফুজুল হক বলেন, গ্রিল কেটে সবকটি কম্পিউটারের মনিটর এবং ৪টির সিপিইউ নিয়ে গেছে চোরেরা। লাইব্রেরির পেছনের পাহাড়ে পরিত্যক্ত ৪টি সিপিইউ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে বেশ কয়েকদিন ধরে এসব মালামাল সরিয়ে নেয় চোরের দল এবং তারা ক্যাম্পাসের কেউ।
মেডিক্যাল সেন্টার থেকে ছাত্রলীগ কর্মীদের চিকিৎসা সামগ্রী লুট, নিরাপত্তা কর্মীকে ছাত্রলীগ নেতার মারধর এবং পরে ওই নেতার আস্তানা থেকে বিপুল পরিমাণ লুটের মালামাল উদ্ধারের ঘটনায় তোলপাড়ের মধ্যে এমন চুরির ঘটনা ঘটলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।