Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

বাসাইল- সখীপুরে অসহায় মানুষকে সাবেক এমপির খাদ্য সহায়তা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২০, ৮:৪২ পিএম

দেশের এ দুর্যোগে টাঙ্গাইলের বাসাইল সখীপুরের খেটে খাওয়া মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় ।
জানা গেছে, প্রথম ধাপে তিনি ২ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন। প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবণ ও একটি করে সাবান দেওয়া হচ্ছে।

আরো জানা যায়, বাসাইল সখীপুরের পৌর এলাকার পাশাপাশি প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক খাদ্যসামগ্রী গাড়িতে গাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে ধাপে ধাপে আরও খাদ্যসামগ্রী সমস্যা গ্রস্তদের মাঝে বিতরণ করা হবে। দেশের এই ক্রান্তিলগ্নে যার যার ব্যক্তিগত অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসারও আহবান জানিয়েছেন বাসাইল সখীপুরের সাবেক এ সাংসদ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খাদ্য সামগ্রী বিতরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ