বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পবিত্র রমজান মাস উপলক্ষে সিলেটের ওসমানীনগরে ন্যায্যমূল্যের টিসিবি’র পণ্য বিক্রি করা হচ্ছে। আজ বুধবার (২২ এপ্রিল) দুপুর ২ টায় ঢাকা-সিলেট মহাসড়কের স্থানীয় গোয়ালাবাজারে বিক্রি করতে দেখা যায়। প্রতিদিন দুপুর ১ টা থেকে ২ টার মধ্যে আড়াই’শ থেকে ৩শ লোকের মধ্যে এ পণ্যগুলো বিক্রি করা হচ্ছে।
টিসিবির পণ্যের মধ্যে রয়েছে, চিনি প্রতি কেজি ৫০ টাকা, সোয়াবিন তেল লিটার ৮০ টাকা, ছোলা ১ কেজি ৬০ টাকা, খেজুর ১ কেজি ১২০ টাকা ও মশুর ডাল ১ কেজি ৫০ টাকা করে বিক্রি করা হচ্ছে। টিসিবির ডিলার উপস্থিত থেকে ন্যায্য মূল্যের টিসিবি’র পণ্য বিক্রি করছেন। ন্যায্য মূল্যের পণ্য পেয়ে ক্রেতা সাধারণের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়।
এ সময় ক্রেতা আব্দুল আজিজ বলেন, ওসমানীনগর উপজেলার সবচেয়ে বড় বাজার হচ্ছে গোয়ালাবাজার। এ বাজারে হাজার হাজার মানুষ জিনিসপত্র কিনতে আসে। তাই ক্রেতাদের কথা চিন্তা করে ন্যায্য মূল্যের জিনিসপত্র তথা টিসিবির পণ্য প্রতিদিন যেন বিক্রি করার ব্যবস্থা করা হয়।
এ সময় ক্রেতারা ন্যায্য মূল্যে জিনিসপত্র পেয়ে সরকারকে ধন্যবাদ জানান।
টিসিবির ডিলার বেলাল মিয়া জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে শুক্রবার ব্যতিত প্রতিদিনি টিসিবির’র পণ্য বিক্রি করা হচ্ছে। প্রতিদিন দুপুর ১ টা থেকে ২ টার মধ্যে আড়াই’শ থেকে ৩শ লোকের মধ্যে এ পণ্যগুলো বিক্রি করা হয়। কাল বৃহস্পতিবার আবার গোয়ালাবাজারে বিক্রি করা করা হবে। প্রত্যেক ইউনিয়নের বাজারে আমরা একদিন ন্যায্য মূল্যে টিসিবির মাল বিক্রি কররে আসছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।