Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাজবাড়ীতে রেডক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২০, ৬:১৩ পিএম

রাজবাড়ীতে বুধবার সকালে রেডক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শহরের এক নম্বর বেড়াডাঙ্গায় রেডক্রিসেন্ট প্লাজায় এই কার্যক্রমের উদ্বোধন করেন রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার।

এসময় সহকারি কমিশনার ও নির্বাহী হাকিম মোঃ হাবিবুল্লাহ, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি আইনজীবী জহুরুল হক, সংস্থার সাধারণ সম্পাদক আকরাম হোসেন, নজরুল ইসলাম, আতিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
জানা যায়, জেলার পাঁচটি উপজেলার কর্মহীন, প্রতিবন্ধী, অসহায় ৭০০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে সাড়ে সাত কেজি চাল, এক কেজি মসুর ডাল, এক কেজি তেল, এক কেজি, এক কেজি চিনি, এক কেজি লবণ ও ৫০০ গ্রাম সুজি। সদর উপজেলার বাসিন্দাদের খাদ্য উপকরণ রেডক্রিসেন্ট কার্যালয় থেকে বিতরণ করা হবে। অন্য উপজেলাগুলোতে ত্রাণ বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ত্রাণ বিতরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ