বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের তত্বাবধানে স্থানীয় এমপি বঙ্গতাজকন্যা সিমিন হোসেন রিমির সহযোগিতা ও দিকনির্দেশনায় করোনা পরিস্থিতিতে উপজেলার ১১ ইউনিয়নে ভালোবাসার উপহার হিসেবে ৩ হাজার দিনমজুর, শ্রমিক, হতদরিদ্র, অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে । ২২ এপ্রিল, বুধবার সকালে কাপাসিয়া উপজেলার ১১ ইউনিয়নের দলীয় নেতা- কর্মীদের মাধ্যমে এসব উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয় ।
উপজেলার ১১ ইউনিয়নের ৩ হাজার অসহায় পরিবারের মাঝে বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে -পরিবার প্রতি ১০ কেজি চাল, ২ কেজি আলু,১কেজি পেয়াজ, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১টি সাবান।
উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে খাদ্য সামগ্রী বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃমিজানুর রহমান প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ,মাহবুব উদ্দিন আহমেদ সেলিম,সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন,উপজেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাখাওয়াত হোসেন প্রধান প্রমূখ। দলীয় নেতৃবৃন্দ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম তদারকি করবেন। কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতিও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, আমাদের প্রিয় নেত্রী, কাপাসিয়ার সাংসদ বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি আপার সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় হতদরিদ্র, অসহায় ও দিন আনে দিন খায় -এ ধরনের ৩ হাজার পরিবারের মাঝে ভালোবাসার উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। আজকের মধ্যে কাপাসিয়া উপজেলার ১১ ইউনিয়নে এসব খাদ্য সামগ্রী চলে যাবে। করোনা পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হবে ততদিন সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। কাপাসিয়ায় না খেয়ে কেউ কষ্ট করবেনা ইনশাআল্লাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।