পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সিলেটের হাওর অঞ্চলের ধান তোলা নিয়ে চরম বিপাকে কৃষক। সোনালী ধানে ভরা মাঠ, সম্ভাবনার হাতছানী কিন্তু করোনা আতংক, শ্রমিক সংকট, আবহাওয়ার বিরূপ গর্জনে তারা অসহায় এখন। এহেন সংকট উত্তরণে হাওরাঞ্চলে বোরো ধান কাটার জন্য শ্রমিক পাঠাচ্ছে ঢাকা মেট্রোপলিট পুলিশ। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও পুলিশ সদর দফতর থেকে এ সংক্রান্ত মোবাইল বার্তা পাঠানোর পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ নিচ্ছে ঢাকা পুলিশ। প্রথম ধাপে হবিগঞ্জে ধান কাটার জন্য ঢাকা থেকে পাঠানো হয়েছে ৬৫ শ্রমিক।
জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও পুলিশ সদর দফতর থেকে এ সংক্রান্ত একটি মোবাইল বার্তা পাঠানো হয়েছে দেশের বিভিন্ন জেলার পুলিশ সুপারদের নিকট। এর পরিপ্রেক্ষিতে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার প্রশাসন ও আওয়ামীলীগের স্থাণীয় শীর্ষ নেতৃবৃন্দ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর কাছে শ্রমিক সহায়তা চান। তাই করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য পরীক্ষা করে গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকা থেকে হবিগঞ্জের হাওর এলাকায় পাকা ধান কাটার জন্য ৬৫ শ্রমিক পাঠিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল দুপুরে তাদের একটি বিশেষ বাসে হবিগঞ্জে পাঠায় শাহবাগ থানা পুলিশ। এ বিষয়ে ডিএমপির রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক গণমাধ্মেকে জানিছেন, হবিগঞ্জের স্থানীয় কৃষক ও আওয়ামী লীগের নেতারা যোগাযোগের পেক্ষিতে ওই ঢাকা থেকে কৃষি শ্রমিক হবিগঞ্জ পাঠানের ব্যবস্থা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।