পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ওএমএস-এর চাল আত্মসাতের প্রতিবেদন প্রকাশ করায় বিডিনিউজ২৪ ডটকম সম্পাদক তৌফিক ইমরোজ খালিদি এবং জাগোনিউজ২৪ ডটকম-এর ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ)-এ মামলা করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ।
সম্পাদক পরিষদের পক্ষে সভাপতি মাহফুজ আনাম ও মহাসচিব নঈম নিজাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আরও উদ্বিগ্ন যে, এ বিষয়ে কোন প্রতিবাদলিপি না পাঠিয়ে বা বিষয়গুলো দেখার দায়িত্বপ্রাপ্ত প্রেস কাউন্সিলে অভিযোগ না করে ইচ্ছাকৃতভাবে কঠোর ডিএসএর অধীনে মামলা করা হয়েছে’।
এতে আরো বলা হয়, ‘যখন সরকারসহ গণমাধ্যম করোনাভাইরাস মহামারী মোকাবেলায় মারাত্মক প্রতিক‚লতার বিরুদ্ধে চব্বিশ ঘন্টা কাজ করছে, তখন মিডিয়াকে হয়রানি ও ভয় দেখানোর জন্য এই ধরনের প্রচেষ্টা অত্যন্ত দুঃখজনক’।
তারা বলেন, ‘আমরা পূর্বোক্ত দু’জন সম্পাদকের বিরুদ্ধে মামলা তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের দাবি এবং মিডিয়াকে দমনের প্রয়াস থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাচ্ছি’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।