Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ত্রাণ আত্মসাৎকারী জনপ্রতিনিধিদের ছাড় দেয়া হবে না: স্থানীয় সরকার মন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২০, ৯:৪৯ পিএম | আপডেট : ১১:৫৯ পিএম, ২১ এপ্রিল, ২০২০

বৈশ্বিক মহামারিতে যেসব জনপ্রতিনিধি গরীব মানুষের জন্য দেয়া ত্রাণ আত্বসাৎ করবে তাদের কোনভাবেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি আজ রাজধানীর উত্তরায় রাজউক, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের অধীনস্থ কয়েকটি খাল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও মহামারি থেকে রক্ষা পেতে ঘরে থাকার জন্য বলা হয়েছে। এ অবস্থায় দেশের প্রান্তিক গরীব জনগোষ্ঠীর জন্য সরকার প্রদত্ত খাদ্য সহায়তা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বন্টন করা হচ্ছে। এসব ত্রাণ সামগ্রী বিতরণকালে যদি কোন অনিয়ম খুঁজে পাওয়া যায় তাহলে আমরা তড়িৎ ব্যবস্থা গ্রহণ করছি। ত্রাণ নয়-ছয় করা হলে কোন ধরণের অনুকম্পা তারা পাবে না।’

তিনি বলেন, এসব অনিয়ম বা ত্রাণ আত্মসাতের সাথে জড়িত বেশ কিছু জনপ্রতিনিধিকে ইতোমধ্যে আমরা বহিস্কার করেছি, তবে শুধু বহিস্কার নয় নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ফোজদারি আইনে মামলার মুখোমুখিও করা হয়েছে।

খাল পরিদর্শনে এসে মন্ত্রী আরো বলেন, রাজধানীর চারপাশে দিয়ে বয়ে যাওয়া খালগুলো এ বর্ষার আগেই পরিস্কার রাখার কাজ এগিয়ে নেয়া হচ্ছে। করোনার বিস্তারের এ পরিস্থিতিতে পানি নিস্কাশন ও ডেঙ্গু মশার প্রাদূর্ভাব যাতে নগরবাসীর জন্য বাড়তি সমস্যার কারণ না হয় সেজন্য আমরা খালগুলো পরিস্কার করার উপর জোর দিয়েছি।

ঢাকা উত্তর সিটির নবনির্বাচিত মেয়র আতিকুল আতিকুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হেলাল উদ্দিন, ঢাকা ওয়াসার এমডি তাকসিন এ খান, রাজউকের চেয়ারম্যান ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা খাল পরিদর্শনকালে মন্ত্রীর সাথে ছিলেন।



 

Show all comments
  • শওকত আকবর ২১ এপ্রিল, ২০২০, ১০:২৭ পিএম says : 0
    কথাবার্তা পরিস্কার।ত্রান চোরদের কোন ছাড় নয়।এরা দেশের দুঃসময় গরিবের মুখের আহার চুরি করে।এদের নির্বাচনে ও অযোগ্য ঘোষনা করুন।দল থেকে চিরতরের জন্য বহিস্কার করুন।
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ২১ এপ্রিল, ২০২০, ১০:২৮ পিএম says : 0
    স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বর্ষার আগেই খাল পরিষ্কার উদ্যোগ খুবই প্রশংসনীয়। আবার সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের সাথে নিয়ে এই পদক্ষেপ আরো ভাল হয়েছে এটাই সত্য। এখন যদি সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা যারা মন্ত্রীর সাথে খাল পরিদর্শন করে গেলেন তারা যদি এখন সততার সাথে কাজ করেন তাহলে ঢাকার আধিবাসিরা ডেঙ্গু মশার হাত থেকে রেহাই পাবে। এটা আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার এক নিদর্শন বলে আমি মনেকরি। মন্ত্রী পরিদর্শন কালে বলেছেন, ত্রাণ সামগ্রী যারা আত্মসাৎ করছে তাদেরকে শুধু বহিস্কার নয় নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ফোজদারি আইনে মামলার মুখোমুখিও করা হয়েছে। এটাও তিনি খুবই সত্য কথা বলেছেন আমি বিভিন্ন পত্রিকায় পড়েছি শেখ হাসিনার কঠিন নির্দেশে পুলিশ সজাগের ভূমিকা পালন করছে এবং হাঁতে নাতে এদেরকে ধরছে, সাথে সাথে তাদেরকে আইনের হাঁতে সপর্দ করছে। আল্লাহ্‌ আমাকে সহ সবাইকে বিপদ আসার আগেই সেইদিক থেকে রক্ষা পাবার জন্যে সকল ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা দান করুন। আমিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ