বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পরেছে সারাদেশসহ সখিপুর উপজেলার বড়চওনার অসহায় দিনমজুররা। আর তাই তাদের সহয়াতার জন্য এগিয়ে এসেছে ফেসবুক ভিত্তিক “সখিপুর নিউজ” নামের পেইজে সদস্যরা । মঙ্গলবার বিকালে বড়চওনা এলাকায় গরীব ও কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে। পেইজের নির্বাহী সম্পাদক সাজ্জাদ ইসলাম শাহীন বলেন, করোনার প্রভাবে সারাদেশর মতো বড়চওনা এলাকাতে লকডাউন চলছে। আর এই করাণে যে সকল মানুষ কর্মহীন হয়ে পরেছে তাদের সাহায্য করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেক প্রবাসিরা আমাদের মাধ্যমে অসহায়দের সহযোগিতা করার জন্য সম্মতি পোষণ করেছে। আমরা তাদের সহযোগিতায় সামনে আরও ত্রাণ দেওয়া জন্য কাজ করে যাবো। তিনি আরও বলেন, এই লকডাউনকে সামনে রেখে মানুষ যাতে ত্রাণের জন্য জামায়েত না করে তাই খাদ্যসামগ্রী আমরা বাড়ি বাড়ি গিয়ে পোঁছে দিয়েছি। এতে সহযোগিতা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহেল রানা ও কলেজছাত্র আকাশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।