বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় সমাজসেবা মন্ত্রণালয় হতে প্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইড ও জন্মগত হৃদরোগ রোগীদের মাঝে চিকিৎসা অনুদানের এককালিন চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে রোগীদের মাঝে চিকিৎসা অনুদানের এসব চেক তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, শিউলি বেগম, কৃষি কর্মকর্তা এসএম আমিনুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ অন্যরা। উপজেলার ৪৪ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২২ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।