বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী গোদাগাড়ী উপজেলার মাটিকাট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে রাজশাহী ১ আসনের এমপি সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর নির্দেশে গোদাগাড়ী উপজেলার গর্ব, উপজেলা আওয়ামীলীগের সাধারন সসম্পাদক মোঃ আব্দুর রশিদের নেতৃত্বে গরীব, দুস্থ্য মানুষের মাঝে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার ও ব্যক্তিগত খাবার বিতরণ অব্যাহত রয়েছে।
এ ব্যপারে আব্দুর রশিদ সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আল্লাহরর অশেষ রহমতে, আর আমাদের এমপি মহাদয়ের নির্দেশে, গোদাগাড়ীর বিভিন্ন স্থানে খাবার পেকেটিং কাজ শেষ করে সুন্দরভাবে সামাজিক দূরুত্ব মেনে গরীব, দুস্থ্য, যারা দিন আনে দিন খায়, ভ্যান চালক, কৃষি শ্রমিকের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এ ছাড়া
প্রতিটি ভ্যান, রিক্সা, অটোতে জীবানু নাশক স্প্রে করা হয়েছে। তাছাড়া প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মাটিকাটা ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে কয়েক শত পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, সন্ধ্যার আগে এমপি ওমর ফারুক চৌধুরীকে যারা মোবাইল করে ছিল কিংবা কোনভাবে সংবাদ দিয়ে ছিল ওই সব ব্যাক্তির বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যে সামগ্রী পোঁছে দেয়া হয়েছে।
এদিকে যারা খাবার পেয়েছেন তারা দারুন খুশি, তারা প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপির জন্য প্রান খুলে দোয়া করছেন। খাবার বিতরনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব লীগের সহসভাপতি আলহাজ্ব ময়দুল ইসলাম আপেল, মাটিকাটা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুহুল আমিন নয়ন, রেডিও উপস্থাক ও শিক্ষক শিরাজী ফেরদৌস ইমন প্রমূখ।
খাবার বিতরণ প্রসংগে শিরাজী ফেরদৌস ইমন বলেন, শারিরীক দূরুত্ব মেনে খাবার বিতরন করা হয়েছে। এ জন্য যারা ত্রাণ পাবেন তাদেরকে আগে থেকে সচেতন করা হয়েছিল। তিনি আরও জানান, মাটিকাটা ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে কয়েক শ পরিবারকে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাবার বিতরণ করা হয়েছে। আমরা আমাদের উদ্যােগে ৫০টি পরিবারের মাঝে খাবার বিতরন করেছি। এমপি ওমর ফারুক চৌধুরীর হট লাইনে যারা এসএমএস করেছে তাদের বাড়ীতে বাড়ীতে গিয়ে খাবার পৌঁছে দিচ্ছ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।