বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাসে ক্ষতির প্রভাবে খাদ্য সংকট মোকাবিলায় আউশ চাষে উদ্ধুদ্দ করার লক্ষে ঝালকাঠিতে ৮ হাজার কৃষককে বীজও সার দেয়া হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে দুই দফায় কৃষকদের মাঝে জেলার ৪ উপজেলার এই বীজ ও সার দেয়া হয়। প্রথম দফায় ৫ হাজার ও দ্বিতীয় দফায় ৩ হাজার কৃষক পেয়েছে বীজ ও সার। এক একজন কৃষক ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০কেজি এমওপি সার পেয়েছেন। এছাড়াও আরও দুই টন আউশ ধানের বীজ সহায়তা কৃষকদের দেয়া হয়েছে। আউশ মৌসুমে প্রনোদোণা হিসেবে এই বীজ ও সার দেয়া হয়েছে। এতে করে কৃষক আউশ চাষে উৎসাহ পাবে বলে মনে করছে কৃষি বিভাগ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, এবছর জেলায় মোট ১৫ হাজার ২০৫ হেক্টর জমিতে আউশ ধানের আবাদের লক্ষ মাত্রা নির্ধারন করা হয়েছে। এর মধ্যে উফশী ১৩ হাজার ৪০ হেক্টর, স্থানীয় ২ হাজার ১৫৫ হেক্টর ও হাইব্রীড ১০ হেক্টর জমিতে চাষ করার লক্ষ্য মাত্রা রয়েছে। জেলার কাঠালিয়া উপজেলায় এবছর সব চেয়ে বেশি ৫ হাজার ১৩০ হেক্টর জমিতে আউশ ধান আবাদের লক্ষমাত্রা রয়েছে। এছারা রাজাপুরে ৪ হাজার ৬২৫ হেক্টর, ঝালকাঠি সদরে ২ হাজার ৮০০ হেক্টর ও নলছিটি উপজেলায় ২ হাজার ৬৫০ হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষ মাত্রা নির্ধারন করা হয়েছে। ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফজলুল হক বলেন,‘ কৃষকদের আউশদ চাষে আগ্রহী করে তোলা এবং খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদণা হিসেবে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।