বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠিতে ৩০০ প্রতিবন্ধী শিক্ষার্থীর পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় শহরের প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় চত্বরে সামাজিক দূরত্ব বজায় শিক্ষার্থীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মো. জোহর আলী। যেসব শিক্ষার্থীরা আসতে পারেনি, তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি তেল ও ১ কেজি ডাল।
এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার ব্যানার্জী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আসাদুজ্জামান পলাশ এবং প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সভাপতি ফয়সাল রহমান জসিম।
জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের পরিবারকে উপহার দেওয়া হয়েছে। সরকার চাইছে কোন মানুষ যেন অভুক্ত থাকে না। আমরা সব ধরণের মানুষকে সহযোগিতা করে আসছি। এসময় তিনি কাজ ছাড়া ঘর থেকে কাউকে বাইরে বের না হওয়ার অনুরোধ জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।